আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নুরুল আলম, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। এর আগে উপজেলা সদরে র্যালি এবং দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।