কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে একাডেমির উদ্যোগে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান পরিবেশিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও নির্বাহী সদস্য রওশন শরীফ তানির সঞ্চালনায় এইসময প্রধান অতিথি ছিলেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, ঢাকা সেনানিবাসের উপ-পরিচালক ও কাপ্তাই উপজেলার প্রাক্তন নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
এইসময়, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, রতœাগর্ভ নারী রাজিয়া মাসুদ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, বিপুল বড়ুয়া, নির্বাহী সদস্য কাজী মোশাররফ হোসেন, থয়সাপ্রু চৌধুরী রুবেল, আনিসুর রহমান, মো. সরোয়ার, মো. ইকবাল, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, শিল্পকলার সদস্য লাকি তঞ্চঙ্গ্যা, দীপক দে, উৎসবসহ শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রওশন শরীফ তানি এবং নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় গান এবং নৃত্যে অংশ নেন কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও তারিকুল আলম, বর্তমান ইউএনও মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, শিল্পকলার একাডেমির শিল্পী মংসুইপ্রু মারমা, রফিক আশেকী, মো. রফিক, বিপুল বড়ুয়া, সংগীতা দত্ত এনি, তানি, বসুদেব মল্লিক, বাপ্পা মল্লিক, জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, মোক্তাদির আহমদ শাহীন, দেলোয়ার, মো. শাহআলম, প্রিয়ন্তী ধর অবন্তী, অভিজিৎ দাশ কিষান, নাসির উদ্দীন মিনহাজ, নিত্যানন্দ, অনিন্দ্য, শুভ্র।
এদিকে পৃথক অনুষ্ঠানে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. নাসির উদ্দীনকে ক্রীড়া সংস্থার পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষ কিন্নরী তে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুনতাসির জাহান এবং সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এইসময় বিদায়ী ওসির হাতে ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, অতিরিক্ত সম্পাদক মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান বাবু, থোয়াইসাপ্রু চৌধুরী রুভেল, অর্থ সম্পাদক বিজয় মারমা, নির্বাহী সদস্য মো. ইদ্রিচসহ ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।