কাপ্তাইয়ে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়ার হাজী ইউসুফ (ওয়াজু) ও মরহুম হাজী বাঁচা মিয়া তালুকদারের পরিবারের পক্ষ হতে আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে চিৎমরম ইউনিয়নের ১৬৫ টি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়াস্থ তাদের পরিবারের বাসভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এসময় ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য অংম্রাখই মারমা, মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আলহাজ আলী আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হোসেন কার্বারি, আমিনুল হকসহ চিৎমরম মুসলিম পাড়া মসজিদ মাদ্রাসা এবং সমাজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবুধাবী প্রবাসী আহাম্মদ ঈসা আল হোসাইনী প্রতিবছরই দুই ঈদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় উৎসবে চিৎমরমের গরীব মানুষের মাঝে নগদ টাকা ও ত্রান সামগ্রি বিতরণ করেন।