কাপ্তাই প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় কর্তৃক কাপ্তাই উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট ও বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং রান্না করা খাবারের সাথে কাঁচা খাবার রাখার অপরাধে শিলছড়ি এলাকার দুইটি রেস্টুরেন্ট এবং বড়ইছড়ি বাজার একটি প্রতিষ্ঠান সহ সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে কাপ্তাইয়ের ২টি রেস্টুরেন্ট ও একটি দোকানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। শেষে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও কাপ্তাই থানা পুলিশ সদস্যরা।
এইমাত্র প্রকাশিতঃ
- যুব মহিলালীগের বঙ্গমাতার জন্মদিন উদযাপন
- পাহাড়ে হঠাৎ বেড়েছে ম্যালেরিয়ার আতঙ্ক
- প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ইচ্ছে মত ভাড়া আদায়ের অভিযোগ!
- জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য: দীপংকর তালুকদার এমপি
- ডিসির নামে টাকা নিয়েছেন শুনে ক্ষেপলেন জেলা প্রশাসক
- রামগড়ে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ বিজিবির
- অভিলাষ ক্রিকেট ক্লাবকে পৌরসভার আসবাব প্রদান
- অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক: নানিয়ারচরে দীপংকর