কাপ্তাই প্রতিনিধি ॥
শিক্ষা, সংস্কৃতি, ঐক্য, প্রগতিকে সামনে রেখে দীর্ঘ ১২ বছর পর গত শুক্রবার বিকেলে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি দয়ারাম তঞ্চঙ্গ্যা। তাপস তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় উপস্থিত অতিথিদের আলোচনার মধ্য দিয়ে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দীপ্তিময় তালুকদার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সাবেক সাধারণ সম্পাদক অরুণ তালুকদার, বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বিএন তঞ্চঙ্গ্যা, শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, সুব্রত তঞ্চঙ্গ্যা, ভবতোষ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর কর্মরত সরকারি-বেসরকারি, এনজিও প্রোগ্রাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ কার্বারিবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনের শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে অজিত কুমার তঞ্চঙ্গ্যাকে সভাপতি, রণজিত তঞ্চঙ্গ্যা রাজিবকে সাধারণ সম্পাদক, বিশু তঞ্চঙ্গ্যাকে সাংগঠিক সম্পাদক, অজিত তালুকদারকে সহ-সভাপতি,
মনোরঞ্জন তঞ্চঙ্গ্যাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও তাপস তঞ্চঙ্গ্যাকে কোষাধ্যক্ষ করে মোট ২৮ সদস্য বিশিষ্ট তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার
কাপ্তাই অঞ্চল কমিটি গঠিত হয়।