কাপ্তাই প্রতিনিধি ॥
উপজেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকাল ১০টা হতে দিনব্যাপী কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই ডি-নথি প্রশিক্ষণের আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এইসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে পেপারলেস সরকারি অফিস ব্যবস্থাপনার উপযুক্ত মাধ্যম হলো এই ডি-নথি। ডি- নথি মানে ডিজিটাল নথি, আগে যেটি ই-নথি (ইলেকট্রনিক নথি) নামে ছিলো। দুর্গম এলাকা হলেও আইসিটি বিভাগের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা নথি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগামের বিপুল বণিক।