কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উপজেলার রেশম বাগান চেকপোস্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) জয় দেব গোপাল নাথ। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই ট্রাফিক সার্জন মো. নোমান, এটিএসআই গৌতম রায়, এটিএসআই শাহাদাৎ হোসেন। এসময় কাপ্তাই সড়কের বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীসহ ২০ জন কর্মশালায় অংশ নেয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা, প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরিবহন চালক ও সহকারীদের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাত্রীদের সেবা দিতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।