কাপ্তাইয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্থ সহায়তা

কাপ্তাই প্রতিনিধি ॥
বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্র- ১০৭৯) এর সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সকালে কাপ্তাই জেটিঘাটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে ৮টি পরিবারের হাতে পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা তুলে দেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন। নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এইসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কার্যকরি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বলেন, আমরা সবসময় শ্রমিকদের স্বার্থে কাজ করে আসছি। আজকে আমাদের শ্রমিক পরিবারকে আমরা কিছুটা সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শ্রমিকদের স্বার্থ দেখতে গিয়ে অনেকেই সংগঠনের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালায়, এতে কেউ যাতে বিভ্রান্তি হয় সেজন্য সবাইকে আহ্বান জানান। তিনি কাপ্তাই জেটিঘাট থেকে মালামাল পরিবহনে রাস্তাটি সংস্কারে জন্য সংগঠনের পক্ষ হতে জোর দাবি জানান।