কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেট কারে করে মদ পাচার করার সময় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সোহাগ আলী (২৪)। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর হলেও বর্তমানে সে চট্টগ্রাম জেলাধীন চাঁদগাও হামিদচর এলাকায় বসবাস করে আসছে।
থানা সূত্রে জানা থেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই সেলিম সিরাজ মজুমদার ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা থেকে প্রাইভেট কারযোগে পাচারকালীন ৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সোহাগ আলীকে আটক করতে সক্ষম হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও( যার নম্বর চট্টমেট্রো ভ- ০২-০৭২৩) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বুধবার আসামির বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওইদিনই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।