কাপ্তাই প্রতিনিধি ॥
অনুর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবলে রাঙামাটি জেলা পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ২৪ জন ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর উপস্থিতিতে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এইসময় বড়ইছড়ি ফুটবল একাডেমির কোচ কৃতী ফুটবলার চমরিন রাখাইন উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া জানান, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কাপ্তাই উপজেলার ক্ষুদে ফুটবলাররা প্রথমে রাঙামাটি জেলা এবং পরবর্তীতে উপ অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে তাদের মেধা ও প্রতিভার সাক্ষর রাখতে পারবেন।