কাপ্তাইয়ে কারেন্ট জাল জব্দ, জরিমানা

কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকানে তল্লাশি করে মোট ১৪৮টি (৪৬ হাজার মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধভাবে কারেন্ট জাল রাখা ও বিক্রির দায়ে দুই দোকান মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ এর ক এবং দ-বিধি ৫ এর ২(ক) ধারা মোতাবেক দুটি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত জাল বাজারের উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাড়ির পরিদর্শক মো. শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন, উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী নাছির উদ্দিন সোহেল ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।