কাপ্তাইয়ে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের অভিযান

কাপ্তাই প্রতিনিধি ॥
করোনার রেড জোন তালিকায় স্বাস্থ্য মন্ত্রণালয় রাঙামাটি জেলাকে চিহ্নিত করায় এবং রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাপ্তাইয়ে করোনা সংক্রমণরোধে প্রচার প্রচারণা, মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিট হতে ২টা ৪৫ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর ও উপজেলা সদর সংলগ্ন বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি তিনি করোনা সংক্রমণরোধে জনগণকে সচেতনতার লক্ষ্যে প্রচার-প্রচারণা এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ময়লা, আর্বজনা পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে উপজেলা সদরের এক দোকানদারকে ৫শ টাকা জরিমানা এবং সড়ক পরিবহন আইনে লাইসেন্স বিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের অপরাধে চারটি মোটর সাইকেল আরোহীকে ২১শ টাকাসহ সর্বমোট ২৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।