
এখন অবধি করোনামুক্ত থাকা রাঙামাটির কাপ্তাই উপজেলায় হানা দিলো করোনা। রবিবার রাতে আসা রিপোর্টে রাঙামাটির যে ১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে ,তাদের মধ্যে ২ জন পজিটিভ এবং তারা দুজনই রাঙামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, রবিবার রাতে চট্টগ্রামের দুই পরীক্ষাগার থেকে রাঙামাটির মোট ১৮ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং তারা দুজনই কাপ্তাই উপজেলার বাসিন্দা।
এনিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে মোট করোনা শনাক্ত হলো ৫৫ জনের। এর আগে শনিবার প্রথমে ১০ জনের রিপোর্ট পজিটিভ বলে জানানো হলেও পরে সংশোধনীতে জানানো হয়,তা ৭ জন হবে। ফলে শনিবার পর্যন্ত আক্রান্ত ছিলো ৫৩ জন।