কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ বীর উত্তম ত্রিপুরা নিলয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি রাঙামাটি সদরের গর্জনতলী এলাকায় হলেও তাঁর বাবার চাকরি সুবাদে সে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
শনিবার দুপুরে কাপ্তাই থানার উপ-পরিদর্শক(এসআই)মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগানের জারুলবাগান সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্রিজের ওপর থেকে তাঁকে ১০ পিস ইয়াবাসহ আটক করে।
কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।