কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমানকে (৪৫) হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট বোন দুধ নাহার বাদি হয়ে ৩২জনকে আসামি করে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন।
ওসি বলেন, মামলা যেহেতু হয়েছে আসামিদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তিনি জানান, এই মামলায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সালাউদ্দিন (২৯), মো. আলাল উদ্দিন আলাল (৩৬), আরিফুল ইসলাম বাবু রুবেল (২৮), মোশারফ হোসেন (৫০), মো. মনির হোসেন মনির (৩৫), মো. সোহেল (২৫), মো. গোলাম রসুল সবুজ (২৫)। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
এদিকে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী সজিবুর রহমান নিহতের ঘটনায় আসন্ন ইউপি নির্বাচনে কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুধুমাত্র সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাত ১১ টায় কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনী সহিংসতায় জড়িয়ে পড়লে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে মারা যান।