
বাংলাদেশ আ.লীগের দেশব্যাপী সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রমের অংশ হিসাবে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন আ.লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। ইউনিয়ন আ’লীগ এর সভাপতি সাগর চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আ’লীগ এর যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন প্রমুখ।
সদস্য সংগ্রহ অভিযানে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আ’লীগ একটি দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল। এই দলে সদস্য নবায়ন ছাড়া কাউকে নেওয়া হবে না বলে নেতৃবৃন্দ জানান।