জুন মাসের প্রথম দিনেই রাঙামাটির কাপ্তাই উপজেলায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রামের দুই করোনা পরীক্ষা কেন্দ্র থেকে আসা ৫৯ টি রিপোর্টের মধ্যে এই সাতজনের পজিটিভ পাওয়ার তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৮ জনের।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে এই সাতজনের বিস্তারিত তথ্য জানানে পারেননি তিনি।
তিনি জানিয়েছেন, সোমবার রাতে বিআইটিআইডি থেকে মোট ৪৫ জনের রিপোর্ট এসেছে,এর মধ্যে ৭ জনের পজিটিভ পাওয়া গেছে। একই সময় সিভাসু থেকে আসা ১৪ জনের রিপোর্টের সবগুলোই নেগেটিভ এসেছে।
জানা গেছে, আক্রান্ত ৭ জনের মধ্যে তিনজন পুুরুষ এবং ৪ জন নারী । সবার বয়সই ৪০ এর নীচে। আক্রান্তদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশুও আছে ।
গত ৬ মে রাঙামাটিতে প্রথম ৪ জনের করোনা শনাক্ত হওয়ার পর পুরো মে মাসে ৬১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন। আজ জুন মাসের প্রথম দিনেই আসা রিপোর্টে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে আরো ৭ জনের। রাঙামাটির ১০ টি উপজেলার মধ্যে ৮ টিতেই এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। এখনো করোনামুক্ত আছেন আয়তনে দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়ি এবং ভারতের মিজোরাম সীমান্তবর্তী উপজেলা বরকল।