৮ জুন সবশেষ রিপোর্ট আসার ৫ দিন পর পার্বত্য রাঙামাটিতে নতুন করে আরও ৮ জনের দেহে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার চট্টগ্রাম ভেটেনারি এণ্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু)থেকে আসা রিপোর্টে আটজনের সংক্রমণ শনাক্ত হয়েছে; তারা সকলেই জেলার কাপ্তাই উপজেলার। এনিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়াল ৯০ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. মোস্তফা জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের সিভাসু থেকে ২৫টি রিপোর্ট এসেছে; এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ। নতুন শনাক্ত হওয়া আটজনই কাপ্তাইয়ের।
তবে তাৎক্ষণিক ভাবে নতুন শনাক্তদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই চিকিৎসক।
উল্লেখ্য, ৬ মে রাঙামাটিতে প্রথমধাপে চারজনের করোনা পজিটিভ আসে৷ বিগত সময়ে ক্রমান্বয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। তবে জেলায় মোট শনাক্তের ৪৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।