কাপ্তাইয়ে আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের চারা বিতরণ

মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা বিতরণ করা হয়েছে। সোমবার কাপ্তাইয়ে
ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ করা হয়। এসময় চার শতাধিক চারা বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।
চারা বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আক্তার হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি রূপন দাশ, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মিসকাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার সোমা, দপ্তর সম্পাদক নুর আলম, রাঙামাটি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক সোহেল রানা।
এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী সকলকে বৃক্ষরোপণের আহŸান জানিয়েছেন, তাঁর আহŸানে সাড়া দিয়ে হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের উদ্যোগে কাপ্তাইয়ে চারা বিতরণের উদ্যোগে সত্যিই প্রশংসার দাবিদার। তিনি ভবিষ্যতেও যে কোন জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ^াস দেন।