কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে রবিবার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আকতার হোসেনসহ এইসময় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়।