রাঙামাটি

কাপ্তাইয়ে অস্ত্রসহ জেএসএসের কর্মী আটক

কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিণছড়া মুখ এলাকা হতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিমল চাকমা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) এক কর্মীকে আটক করা হয়েছে।

রবিবার ভোরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি একই এলাকার মহিষুর চাকমার ছেলে। এসময় তাঁর কাছ থেকে এসএমজি ০১টি, ম্যাগজিন ০১টি, ১৫ রাউন্ড গুলি, দেশীয় রাইফেল ০১টি এবং রাম দা ০১টি উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, রবিবার ভোরে অভিযানে বিমল চাকমাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। আটক বিমল চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র একজন কর্মী। এসময় তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

এই ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে রবিবার আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =

Back to top button