কাপ্তাই প্রতিনিধি ॥
বর্ণিল আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী মতিপাড়া গ্রামে রবিবার অনুষ্ঠিত হলো সাংগ্রাই জল উৎসব। এই উপলক্ষে মতি পাড়া মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, খেলাধুলা এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশের গ্রাম থেকে শত শত মারমা যুবক-যুবতি জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি নিক্ষেপের মাধ্যমে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান পানি ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক টিপিঅং এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি ছিলেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থোয়াইসুইউ মারমা।
স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য পাইসুই খই মারমা, সদস্য সচিব উসুইপ্রু মারমা(সেতু)।