দুর্লভ পাখি শামুকখোল; এরা শামুক খেতে পছন্দ করে। শামুক পেলে ঠোঁট দিয়ে শামুকের খোল ভাঙে। তারপর সেটা উপরে তুলে আকাশের দিকে মুখ করে গিলে ফেলে। এজন্য এদের নাম শামুকখোল। এটি বাংলাদেশের আবাসিক দুর্লভ পাখি। দেখতে বকের মতো। তবে আকারে বড়। গায়ের রঙ ধূসর সাদা। লেজ ও পাখনার শেষভাগ কালো রঙের। বাংলাদেশের বড় পাখিদের একটা। ৮১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রতিটা পাখার দৈর্ঘ্য ৪৪ সেন্টিমিটার। ঝাঁক বেঁধে চলে। একেক ঝাঁকে ৪০ থেকে ৬০টি পাখি থাকে। জলচর পাখি। নদী, মিঠাপানির জলাশয়, হ্রদ, ধানক্ষেত ও উপকূলীয় বনে এদের দেখা যায়। এদের দেহের সবচেয়ে আকর্ষণী অংশ হলো ঠোঁট। বেশ বড় আর ভারী ঠোঁট, ১৪ সেন্টিমিটার লম্বা হয়। সম্প্রতি রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলি বিলের একটি জলে ভাসা জমিতে এই দুর্লভ পাখিটির দেখা মিলে।
ছবি ও তথ্য: লিটন শীল