রাঙামাটির ফিসাারি সংলগ্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন।
গত ২৪ আগস্ট দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় ‘মাছের ড্রামে দখল ফুটপাত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্যানেল মেয়র জামাল উদ্দিনের নজরে আসার সাথে সাথে ২৪ আগস্ট শনিবাবর দুপুরেই তিনি ছুটে যান ফিসারি এলাকায়। ফুটপাতে থাকা ড্রাম অপসারণে বাধ্য করে মাছ ব্যবসায়ীদের। এ সময়ে তিনি নিজে উপস্থিত থেকে ড্রাম অপসারণ করান। ফায়ার সার্ভিস থেকে ট্রাক টার্মনাল পর্যন্ত ফুটপাতের অনেক জায়গাতেই তিনি দাঁড়িয়ে অপসারণ করেন ড্রাম। এ সময়ে তিনি মাছের ড্রাম কেন ফুটপাতে থাকবে তাও জানতে চান এবং দ্রুত ফুটপাত থেকে ড্রাম অপসারণের জন্য ড্রামের মালিকদের অনুরোধ করেন।
মো: জামাল উদ্দিন একক উদ্যোগে ফুটপাত থেকে মাছের ড্রাম অপসারণ করা এবং মাছ ব্যবসায়িদের ফুটপাতে ড্রাম না রাখার নির্দেশনা প্রদান করায় জামালকে অভিনন্দন জানিয়েছে অনেকে।
মো: বাদশা নামে এক পথচারী বলেন, সাধারণ মানুষ হাঁটার জায়গা পায় না ফুটপাত দখলে থাকার জন্য। ফুটপাত থেকে ড্রাম অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানাই।
দেবব্রত চৌধুরী কুমকুম নামে আরেক পথচারী বলেন, এ জায়গার রাস্তা দখল করে ড্রাম রাখা হতো। আবার যেন দখল না হয় সে ব্যপারে সবার সজাগ থাকা দরকার বলে মনে করি।
এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফুটপাত ড্রাম রাখার জায়গা না, ফুটপাত দখল করে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। মৎস্য ব্যবসায়ীদেরও আমি ধন্যবাদ জানাই তারা আমাকে সহযোগিতা করেছে ড্রাম অপসারণে। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব, যাতে কেউ ফুটপাত দখল করতে না পারে।