কাউখালীতে চোলাই মদ সহ দুই যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার সকালে বেতবুনিয়া ফরেনার চেক পোস্ট এলাকা থেকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৪০ লিটার মদ সহ একটি জিপ গাড়ী জব্দ করা হয়। (গাড়ি নং- চট্টমেট্টো-ম ১১৬৭৫৪)।
আটকরা হলেন- রাঙামাটি সদর উপজেলার বিডিআর ক্যাম্প সিলেট পাড়া এলাকার আলোই মিয়ার ছেলে ড্রাইভার দুলাল মিয়া (৩৪) ও চম্পকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়র হোসেন (৩৫)।
কাউখালী থানার এএসআই জলিল জানান- রাঙামাটি থেকে মদের একটি চালান চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোস্ট এলাকায় এসআই আব্দুল কাদের ও এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৪০ লিটার চোলাই মদ, মদ বহনকারী একটি জিপ গাড়ি সহ দুইজনকে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।