কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ মে) সকালে কাউখালী সদর, কাঁশখালী, বেতছড়ি, ঘিলাছড়ি, হারাঙ্গীপাড়া, তালুকদার পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতবরণ করা হয়।রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম পিএসসি অসহায় দুস্থদের ঘরে ঘরে গিয়ে এখাদ্য সামগ্রী পৌঁছে দেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, সরকারি নির্দেশনা মেনে চলা, জনসচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের পাশে রয়েছে।
তিনি আরও বলেন এসময়ে অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে জিওসি ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশের অংশ হিসেবে আমাদের আজকের এই প্রয়াস। এই সামান্য খাদ্য সামগ্রী পেয়ে আশা করছি সাধারণ জনগণ ঘর থাকবে এবং সামাজিক দূরুত্ব বজায় রাখবে। সেনাবাহিনী দেশের যে কোন দূর্যোগে জনগণের পাশে ছিলো, আছে এবং এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে।
উক্ত ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো: শহিদ উল্লাহ পিপিএম, কাউখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহমুদুর রহমান।
এসময় ১০০ দুস্থ পরিবারের মাঝে চাল-০৫ কেজি, আটা-২ কেজি, ডাল-৬০০ গ্রাম, তেল-৫০০গ্রাম, লবণ-৫০০ গ্রাম, সূজি-২৫০ গ্রাম, ১ প্যাকেট বিস্কুট সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়।
Breraking
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী
- বসতঘরের ওপর বাস!
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন