
রাঙামাটির কাউখালী উপজেলায় পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে একই এলাকার চিত্র শিল্পী গোপাল চন্দ্র নাথ (৬০) নামের একজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
রবিবার রাত ১১টার দিকে মেয়েটির পিতার লিখিত অভিযোগের ভিতিত্তে গোপাল চন্দ্র নাথ (৬০)কে নিজ বাসা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদিন জানিয়েছেন, ‘পোয়াপাড়া সন্ধ্যায় মীর সুপার মার্কেটের নীচতলায় সিড়িঁতে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছর বসয়ী এক শিশুকে যৌন নীপিড়ন অভিযোগ পাওয়া যায়। এই ঘটনাটি পাশ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারন হয়। এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে আমরা জানতে পারি, মেয়েটি তার মাকে বিষয়টি জানালে মেয়ের বাবা ও চাচা থানায় অভিযোগের প্রেক্ষিতেগোপাল চন্দ্র নাথ (৬০)কে আটক করে পুলিশ। গোপাল চন্দ্র নাথ এর বিরুদ্ধে আগেও একই ধরনের আরেকটা ঘটনার অভিযোগ উঠেছিলো ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে। সকালে রাঙামাটি দায়রা জজ আদালতে তোলা হবে।