রাঙামাটির কাউখালীতে চট্টগ্রামের র্যাব-৭ এর বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ত্রিপন চাকমা (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়। আটক ত্রিপন চাকমা, ঘাগড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সুরেশ চাকমা’র ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, র্যাব ৭, সিপিসি-২ হাটহাজারীর একটি টিম রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট কাউখালী সড়কে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চেলাছড়া এলাকার রাস্তায় মাদক ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় চেলাছড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৬ কেজি গাঁজাসহ ত্রিপন চাকমা (২৭) কে আটক করা হয়।
কাউখালী থানার এসআই শেখ মো. জাবেদ জানান- অভিযানে নেতৃত্বে দেওয়া র্যাব ৭, সিপিসি-২ হাটহাজারীর ডিএডি মো. আব্দুল মবিন বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে র্যাব গাঁজা সহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে। দুপুরে আটক ত্রিপন চাকমাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।