কাউখালীর বেতবুনিয়া থেকে চোলাই মদসহ মোক্তার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বেতবুনিয়া চায়েরী বাজার থেকে তাকে আটক করা হয়। অপর দিকে বেতবুনিয়া ডাকঘর পাড়া এলাকা থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার দিবাগত রাতে বেতবুনিয়ার সুগারমিল থেকে গরু সহ আরও দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চোলাই মদসহ আটক মোক্তার হোসেন (৩০) রাঙামাটি জেলার লংগদু উপজেলার ঘাওছুর বড় লোহাকাঠ বাগান এলাকার মৃত মো: আশাদ আলীর ছেলে। গরু চুরির ঘটনায় আটকরা হলেন বেতবুনিয়া ইউনিয়নের মহাজন পাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে সেকান্দর (২৮) ও বেতবুনিয়া বাজার দক্ষিণ পাড়া এলাকার নুর ইসলাম এর ছেলে সাইফুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্র জানা গেছে- মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি থেকে ছেড়ে আসা আজমীর চট্টমেট্টো ১১-০০১৩ বাসে তল্লাশি করে মোক্তার হোসেনের সাথে থাকা ২টি ব্যাগে স্যালাইন এর প্যাকেট ভর্তি ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়। অপর দিকে বেতবুনিয়া ডাকঘর পাড়া এলাকার মমতাজ বেগম (৪০) এর গোয়াল ঘর থেকে গরু চুরি করে গাড়ীযোগে নিয়ে যাওয়ায় সময় সুগারমিল এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে গরু সহ ২ জনকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় বেতবুনিয়ার মহাজন পাড়া এলাকার সাহাবুদ্দিন (৩০) নামে আরেক গরুচোর পারিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে আটকৃতদের থানায় নিয়ে আসে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহ পিপিএম জানান, কাউখালী থানা পুলিশ মাদকসহ যে কোন অপরাধে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধারও আটকের ঘটনায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব আলী বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং গরু চুরির ঘটনায় মমতাজ বেগম (৪০) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।