
রাঙামাটির কাউখালীর বজ্রপাতে সোহেল বিকাশ চাকমা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত দুইটায় ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামে এঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চাকমা। নিহত সোহেল বিকাশ চাকমা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামের ইনন্ত চাকমার ছেলে।
জগদীশ চাকমা জানান- বুধবার মাধ্য রাত থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। রাত দুইটার দিকে বৃষ্টি আরও বাড়লে গোয়াল ঘরে গরু দেখতে বের হয় সোহেল। আর সেখানেই বজ্রপাতের তার মৃত্যু হয়।