রাঙামাটির কাউখালীর ঘিলাছড়িতে বজ্রপাতে ফাতেমা খাতুন নামে চল্লিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মজিুবর হক জানান- শনিবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘরের দরজায় বসে থাকা ফাতেমার ঘায়ে বজ্রপাতে পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত ফাতেমা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি মিয়াপাড়া গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।