রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালীতে ২৬ বছর বয়সী এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি নারী শাকিব খান (২০) নামে এক বাঙালি যুবককে অভিযুক্ত করে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিকটিমের বরাত দিয়ে ওসি কবির হোসেন জানান, ‘সোমবার সকাল এগোরোটার দিকে বরইছড়ি এলাকার মারমা সম্প্রদায়ের এক নারী স্থানীয় বাজারের যাওয়ার পথে রওনা হয়। তখন স্থানীয় এক বাঙালি যুবক ওই নারীর পিছন পিছন যায়। পরে ওই নারী কাশখালী এলাকায় পৌঁছালে শাকিব খান (২০) তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।’
ওসি কবির হোসেন আরও জানান, ‘পরে ঘটনার ভুক্তভোগি নারী নিজে থানায় এসে শাকিব খানের নামে একটি অভিযোগ দায়ের করেন। আমরা ঘটনাটি আমলে নিয়ে অভিযুক্ত শাকিবকে আটক করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাইফুর রহমান জানিয়েছেন, বিকালের দিকে কাউখালী থেকে এক পাহাড়ি নারীকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আগামীকাল সকালে ভুক্তভোগির শারীরিক পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।