কাউখালী উপজেলার বেতছড়ি গুচ্ছুগ্রাম এলাকায় পানিতে ডুবে সিয়াম (৮) নামের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় অপর আরেক শিশু হৃদয় (৫) আহত হয়েছে। রোববার বেলা ১২ টায় গুচ্ছুগ্রামস্থ মহিউদ্দীন এর মৎস্য খামার পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা মোঃ ইসমাইল ও সীমা আক্তার জানায়- প্রতিদিনের মতো সিয়াম আরো ৪-৫ শিশুসহ মহিউদ্দিনের মৎস্য খামারের পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সিয়াম ও হৃদয় মাঝ পুকুরে চলে যায়। অতিরিক্ত পানি থাকায় সিয়ামের সাথে অন্যরা তীরে আসতে পারলেও নিহত সিয়াম ও আহত হৃদয় তীরে আসতে পারে নি। এসময় তাদের সাথে থাকা শিশুরা চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন গিয়ে তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার সিময়াকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম উপজেলা সদরস্ত বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকার আমিনুর রসুল ছেলে ও কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর ছাত্র। আহত হৃদয় একই এলাকার ইসমাইল এর ছেলে। কাউখালী থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।