আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দরিদ্র বিমোচন প্রকল্পের আওতায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের আমছড়ি ও হেডম্যান পাড়ার সুফলভোগী পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নের, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে ৪০ পরিবারকে একটি করে গরু, দুটি ছাগল ও দুইবান ঢেউটিন বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদ উল্ল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ক্যচিমং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইসাবাই তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমূখ।
এর আগে শনিবার সকালে সাংসদ দীপংকর তালুকদার কাউখালী উপজেলার ছোটডলু ত্রিরতœাংকুর বন বিহারে অংশগ্রহণ করে ভিক্ষুসংঘকে চীবর দান ও বন বিহারের মূল ভবনের উদ্বোধন, ভিক্ষু সংঘের আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।