করোনাভাইরাস আপডেটরাঙামাটি
কাউখালীতে করোনা সন্দেহে দ্বিতীয় ব্যক্তির নমুনা সংগ্রহ

রাঙামাটির কাউখালীতে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় দ্বিতীয় ব্যক্তির নমুন সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর আগে গত ৭ এপ্রিল একজনের নমুনা সংগ্রহ করা হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুইমেপ্রু রোয়াজা জানান- গত ৭ এপ্রিল বহিঃবিভাগে ভর্তি থাকা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী এলাকার ৭০ বছর বয়সী এক ব্যক্তির করোনা ভাইরাসে লক্ষণ থাকায় উপজেলার প্রথম করোনা সন্দেহে নমুন সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষায় তার মধ্য করোনা ভাইরামের সংক্রমন পাওয়া যায়নি।
রবিবার আউটডোরে চিকিৎসা নিতে আসা একই ইউনিয়নের কাশখালী এলাকার ৪৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তার নমুনাও সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ জনের নমুন সংগ্রহ করেছি। প্রথম জনের শরীরে করোনা সংক্রামন পাইনি। নমুনা সংগ্রহ করা দু’জনই পুরুষ।