কাউখালীতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

জয়নাল আবেদীন, কাউখালী,
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়া এলাকার মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ এর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুক্তিযোদ্ধার মেয়ে পূর্ব ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা রুমি’র কাছ থেকে জানাযায়- অসুস্থার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত ডাক্তার।
মুক্তিযোদ্ধার জামাতা ইসমাইল তালুকদার জনানা- উনার করোনা উপসর্গ ছিলো বলে ডাক্তার বলেছিলো। উনার ২টা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি, হার্ট, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে কাউখালীতে গত ৩০ মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বড় ভাই ও ১৬ জুন উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের মাতা মারা যায়।