কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে কাউখালী উপজেলা কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সাতে। আর স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত দুই।
রবিবার (৩১ মে) বিকালে উপজেলার ২৭ জনের রিপোর্ট এসেছে। তারমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমেপ্রু রোয়াজা জানান, সর্বশেষ আক্রান্ত ব্যক্তিটি নারী এবং তিনি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুঁনী। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যাক্তি সুস্থ রয়েছেন।
কোভিড-১৯ কাউখালী উপজেলার তথ্য স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জনাযায় আক্রান্ত সাত জনের চার জন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্য সহকারী, একজন রাধুনী ও একজন সাধারণ নারী। আক্রান্তদের মধ্যে তিন পুলিশ সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্স এর রাধুনী সহ চার জনকে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা ভালো। এ পর্যন্ত ৮০ জনের নমুনা সংগ্রহ করে তার মধ্যে ৭০ রিপোর্ট এসেছে।