কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটির কাউখালীতে চাইচিউ মারমা প্রকাশ অভি (২৯) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার বিকালে উপজেলার কলমপতি ইউনিয়নের মাইগ্যামাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ও চাঁদা আদায়ের হিসাবের খাতা পাওয়া যায়। আটক অভি ইউপিডিএফ (প্রসীত) এর চাঁদা কালেক্টর, সোর্স ও মাইগ্যামাছড়া এলাকার উষাথোয়াই মারমা এর ছেলে বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মাইগ্যামাছড়া এলাকায় একটি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানে চাইচিউ মারমা গেলে যৌথবাহিনী তাকে সেখান থেকে আটক করে। তার থেকে পাওয়া মোবাইলগুলোতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চাইচিউ মারমার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।