
করোনা
তুমি অতি ক্ষুদ্র অণুজীব
জীবন ও জীবীকা- কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছ,
বেছে নিতে বলছো কোন একটিকে
মানুষ কীভাবে মেনে নেবে
জীবন থেকে জীবীকার বিচ্ছেদ।
মানুষের জন্মের ইতিহাস- ই তো
জীবীকার স্রোতে ভেসে জীবন- কে
বয়ে নিয়ে যাওয়ার।
করোনা
তুমি মানুষের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়
পথরোধ করেছ
অর্থনীতির সচল চাকাকে
করেছ সংক্রমিত।
সংক্রমণের ঢেউ আচরে পড়েছে
বেঁচে থাকার সমস্ত জনপদে।
করোনা
তোমার অদৃশ্য ছোঁয়ায়
পৃথিবীর প্রেক্ষাপট বদলে গেছে
কোলাহলপূর্ণ নগরীতে নেমেছে
শোকের নীরবতা।
সন্ধার অস্তগামী সূর্যে কোন ক্লান্তি নেই
যেনো ভোরের আলো ফোটার স্নিগ্ধতা।
করোনা
তুমি আমন্ত্রণ নিয়ে এসেছ
বদলে যাওয়া এক নতুন পৃথিবীর,
মৃত্যুর মিছিল একদিন থেমে গিয়ে
মানুষের শ্বাসতন্ত্র স্বাভাবিক হবে
জীবনের জয়গান রচিত হবে নতুন ছন্দে।