করোনা সচেতনতায় মাঠে সক্রিয় নানিয়ারচর ছাত্রলীগ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। একই সঙ্গে মঙ্গলবার উপজেলার চারটি এলাকায় জীবাণুনাশক স্প্রে, জনসচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।
ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছে, এদিন সকাল থেকে দুপুর এ পর্যন্ত উপজেলার নানিয়ারচর বাজার, পুরাতন বাজার, উপজেলা পরিষদ এলাকা ও কাউন্সিল এলাকায় তারা বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটান। এছাড়া একই সময়ে সাধারণ মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এদিন উপজেলাজুড়ে এসব এলাকার দুই শতাধিক নিন্ম আয়ের ও শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
প্রসঙ্গে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার পাহাড় টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিশ^ব্যাপী মহামারী রোগ নভেল করোনাভাইরাস মোকাবিলা করতে সকলকে সচেতন থাকতে হবে। জনসচেতনতাই মানুষকে এই মহামারী থেকে বাঁচাতে পারে। তাই আমরা ছাত্রলীগের উদ্যোগে জনসচেতনতার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি। একই সঙ্গে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের এই শীর্ষনেতা করোনার মহামারী মোকাবিলা ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহŸান জানিয়েছেন।