করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেহেতু সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিন্ম আয়ের মানুষেরা বিপদে পড়েছেন। বিশেষ করে যারা দিনে আনে দিনে খায়, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে রাঙামাটি সদর উপজেলা এলাকা কলেজ গেইট, আমানতবাগের বিভিন্ন মহল্লার গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিচ্ছেন সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন- আমানতবাগ তরুণ সামাজিক সংগঠন।
রাতের আঁধারে এলাকার বিভিন্ন বসতঘরে গিয়ে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। এসময় প্রত্যেকের হাতে চাল, ডাল, তৈল, লবণ, পিয়াজ, আটা, সাবান ও আলু তুলে দেন সংগঠনের সদস্যরা।

আমানতবাগ তরুণ সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ দিদার আলম, সহ-সভাপতি মোঃ মাহমুদ হাসান (বাপ্পু), মোঃ হাবীবুল্লাহ চৌধুরী ((সম্রাট), মোঃ পারভেজ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল নাঈম মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক আলী হোসেন (রাওন), অর্থ সম্পাদক হাসানুল বান্না নাবিল, রাজকুমার, আলিফ, বাপ্পি প্রমূখ ।
এছাড়া সংগঠনটি তাদের নিজস্ব উদ্যোগে এলাকার বিভিন্ন ঝুঁকিপুর্ন স্থানগুলোতে ভাইরাসের সংক্রমন রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং সচেতনতা মূলক লিফলেট বিরতণ করে এবং ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করে যাচ্ছে।