টানা প্রায় দেড় মাস বন্ধ থাকার পর করোনাভাইরাস ঝুঁকির মধ্যে রবিবার থেকে খুলেছে খাগড়াছড়ির সকল ব্যবসা প্রতিষ্ঠান।
ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের পর জেলার বাইরে থাকা ব্যবসায়ী ও কর্মচারীরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। জেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম জানান, গত ৮ মে ব্যবসায়িদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে খাগড়াছড়ি শহর ফিরে পেয়েছে সেই চির চেনা রূপ। শহরের অলি-গলি দখল করে নিয়েছে ইজিবাইক। শহরে জনসমাগম বৃদ্ধি পেয়েছে। লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব। এতে করে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি। তবে ব্যবসায়ীরা বলছেন, তারা সামাজিক দুরুত্ব নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করবেন।