বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের আর্মী পাড়া এলাকায় গত তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, ব্যাথা নিয়ে অসুখে ভূগছিলেন পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো। বুধবার বিকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে আর্মী পাড়ার বাসিন্দার মৃত আব্দুর রহিমের ছেলে। নিহত আলাউদ্দিন আলো (৩৫) বান্দরবান পৌর শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।
এদিকে উপসর্গ থাকায় নিহতের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য কর্মীরা।
ছাত্রদলনেতা মোরশেদ বিন ওমর বলেন, তিন দিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভূগছিলেন। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়ার পর ছাত্রদল নেতার মৃতদেহ আর্মী পাড়ায় নেয়া হয়েছে দাফনের জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের
আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো: জসিম উদ্দিন জানান, উপসর্গ থাকায় মৃত ছাত্রদল নেতার নমুনা নেয়া হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময় সে মারা গেছে।