কমলো রাঙামাটির করোনা রোগি ! এখন শনাক্ত ৫৩
আসলো ৩ পুলিশ সদস্যের রিপোর্টের সংশোধনী

রাঙামাটিতে শনিবার আসা ১০ জনের পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনের রিপোর্ট এর সংশোধনী পাঠিয়েছে চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
শনিবার রাতে আসা রিপোর্টে রাঙামাটি শহরের প্রবেশপথ মানিকছড়ির পুলিশ চেকপোস্টের ৩ জন পুলিশ সদস্যের রিপোর্ট পজিটিভ আসলেও রবিবার সকালে সিভাসুর পক্ষ থেকে রাঙামাটি সিভিল সার্জন অফিসকে সংশোধনী পাঠানো হয় যে, ওই তিনজনের রিপোর্ট নেগেটিভ হবে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, ‘এটি পরীক্ষার কোন ত্রুটি নয়, রিপোর্ট পাঠানোর সময় করা ভুল বলে জানিয়েছে সিভাসু। এটা হতেই পারে।’
এই সংশোধনীর ফলে রাঙামাটিতে করোনা শনাক্তের সংখ্যা কমে ৫৩ জন হলো। এর আগে গতকালের (২৩ মে) ১০ জনের রিপোর্ট পজিটিভ আসায় মোট আক্রান্ত ৫৬ বলা হয়েছিলো। এখন ৩ জনের রিপোর্ট সংশোধিত হওয়ায় জেলায় মোট আক্রান্ত ৫৩ এবং এদের মধ্যে আক্রান্ত পুলিশ সদস্য বাবুর্চিসহ ৫ জন।