শ্রদ্ধা ভালোবাসায় পালন করা হলো বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা শাখা সাবেক সভাপতি কমরেড দিলীপ কুমার দেব’র ৯ম মৃত্যুবার্ষিকী। সোমবার সকালে কমরেড দিলীপ কুমার দেব’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহরের কালিন্দীপুরস্থ তার পারিবারিক শ্মশানে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়নের নেতৃবন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সমীর দে, সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়ুয়া শংকর, সদস্য আশীষ দাশগুপ্ত, খোরশেদ আলম, দিলীপ দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি জিসান বখতিয়ার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক মিশু দে, দিলীপ কুমার দেব’র স্ত্রী কৃষ্ণা দেব।
এছাড়াও শ্রদ্ধা জানাতে প্রয়াত দিলীপ কুমার দেব’র শ্মশানে আসেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
2 Comments
লাল সালাম…..
প্রতিষ্ঠা বার্ষিকী কি ?