রবীন্দ্র চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার অঙ্গীকারের মধ্যদিয়ে খাগড়াছড়িতে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ সকালে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, রবীন্দ্র গবেষক প্রভাংশু ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা ও জেলা শিল্পকলা একাডেমি সেক্রেটারি জীতেন বড়–য়া।
Previous Articleশক্তিমানসহ সহকর্মীদের স্মরণে জনসংহতি সমিতির শোকসভা
Next Article খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
2 Comments
জেলা পরিষদ টাকা খরচ করার জায়গা নেই তো
চুরি করার তাল বাহনা