নিজস্ব প্রতিবেদক ॥
রাজস্থলী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আপ্রু মারমা, রাজস্থলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহাবুব আলম রনি এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, কফি ও কাজুবাদামের জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাঙামাটি অঞ্চলের পাহাড়ি মাটি ও পরিবেশ কফি ও কাজুবাদাম চাষের জন্য খুবই উপযোগী এবং দুটি ফসলই উচ্চমূল্যের হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে কফি ও কাজুবাদামের বাগান করার জন্য ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কফি ও কাজুবাদমের এই সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এই এলাকার মানুষ অর্থনৈকিতভাবে বেশ লাভবান হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন, প্রকল্পের আওতায় আগ্রহী কৃষকদের মাঝে ইতিমধ্যে উচ্চফলনশীল জাতের কফি ও কাজুবাদামের চারা/কলম এবং অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। ফসল দুটি নতুন বিধায় সঠিকভাবে বাগান সৃজনের জন্য কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া উৎপাদিত কাজুবাদাম ও কফি প্রক্রিয়াজাত এবং বাজারজাত করার জন্য ইতিমধ্যে কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে আদোমং মারমা বলেন, প্রত্যন্ত পাহাড়ের দুর্গম এলাকার উৎপাদিত পচনশীল আম, কাঁঠাল, কলা, লিচু, পেঁপে ইত্যাদি বাজারজাত করতে কৃষকদের নানা অসুবিধা হয়। প্রত্যন্ত এলাকায় পাহাড়গুলোতে পরিকল্পিত কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যেতে পারে। তিনি আরো বলেন, এ এলাকার কৃষকদের কফি ও কাজুবাদাম চাষ ও প্রক্রিজাতকরণ বিষয়ে কার্যকর প্রশিক্ষণ, উপকরণ সহায়তা প্রদান এবং উৎপাদিত পণ্য বাজারজাত নিশ্চিত করা গেলে এ এলাকার কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। প্রশিক্ষণে রাজস্থলী উপজেলার প্রদর্শণীভুক্ত এবং আগ্রহী কৃষক কৃষাণীদের কাজুবাদাম ও কফি চাষের বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।