
রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর বলেছেন, পুলিশ মহাপরিদর্শক মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলেন পুলিশের যেকোনো কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। সেই অনুযায়ী পার্বত্য জেলা রাঙামাটিতে এবারের পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল নিয়োগ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি জানান, এই নিয়োগটা ছিল এই জেলায় পুলিশের সবচেয়ে বড় নিয়োগ। নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকেও চারজন সিনিয়র কর্মকর্তা সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। স্বচ্ছতার কারণে এই নিয়োগ নিয়ে সাধারন লোকজনও সন্তুষ্ট এবং কোনো ধরনের অভিযোগ উঠেনি বলে জানান পুলিশ সুপার। সব ধরনের কোটা সংরক্ষণ করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।