
রাঙামাটির লংগদু উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার দায়ে পিতাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক আল আমীন (৩৫) উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, যৌন নির্যাতনের শিকার শিশুটি আল আমীনের ২য় স্ত্রী হাজেরা বেগমের আগের সংসারের মেয়ে। সম্পর্কে শিশুটি আল আমীনের সৎ মেয়ে। শিশুটি স্থানীয় বিদ্যালয় হতে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে শিশুটির মা ঘরে না থাকার সুযোগে আল আমীন শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আল আমীন পালিয়ে যায়। পরে গ্রামবাসী আল আমীনকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়।
সূত্র আরও জানায়, আল আমীনের ১ম স্ত্রী ও তিন সন্তান থাকার পরও ৭ সন্তানের জননী হাজেরা বেগমকে বিয়ে করে। হাজেরা বেগম আগের সংসারের পাঁচ সন্তানকে রেখে দুই কণ্যা শিশুকে নিয়ে আল আমীনকে বিয়ে করেন। নির্যাতনের শিকার শিশুটির বড় বোনকেও আল আমীন যৌন হয়রানী করতো তাই সে মায়ের সংসার ছেড়ে মামার বাড়িতে আশ্রয় নেয় ।
এ বিষয়ে লংগদু থানার উপপরিদর্শক মনসুর মিয়া বলেন, এলাকাবাসী আল আমীনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে এবং নির্যাতনের শিকার শিশুটিও ঘটনা সম্পর্কে বিবরন দেয় । এ ঘটনায় শিশুটির ভাই মো. হান্নান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে । আমারা অভিযোগ আমলে নিয়ে ধর্ষন চেষ্টার ধারায় মামলা রুজু করেছি। আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।