এবছরের মধ্যে রাঙামাটি জেলাকে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
বুধবার সকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটির জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষনা বাস্তাবায়নে আমাদের কাজও এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা জুড়াছড়ির ১০ জন ভিক্ষুককে আর্থিকভাবে স্বাবলম্বি করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভিক্ষুক থাকলে এটা আমাদের সকলের জন্য আপমাণজনক। আর এমনিতেই রাঙামাটি পর্যটন নগরী, এখানে এসে কেউ খারাপ ধারণা নিয়ে যাক এটি অবশ্যই আমরা কেউ চাই না। তাই সকলে মিলে কাজ করলে অবশ্যই রাঙামাটিতে ভিক্ষুকমুক্ত করা সম্ভব। এ জন্য আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি একাউন্ট দেয়া হবে সেখানে সকলে সহযোগিতা দিতে পরবেন। আগামীর সুন্দর রাঙামাটি গড়ে তোলার জন্য সকলে মিলে কাজ করতে হবে।
জেলা প্রশাসক জানান,রাঙামাটি পৌর এলাকায় এবং লংগদু উপজেলায় ভিক্ষুকের সংখ্যা বেশি।